Header Ads

উত্তর অঞ্চলের তারার মেলায় ''ফিরে দেখা" বই আনুষ্ঠানিক পাঠ ও মোরক উম্মোচন

রংপুর বইমেলার জমকালো অনুষ্ঠান ও বিভিন্ন লেখকের স্বতস্ফুর্ত অংশগ্রহণ যেন তারার মেলা। উত্তর অঞ্চলের এই বইমেলায় ''ফিরে দেখা" ও আইডিয়া প্রকাশন প্রকাশিত অধ্যাপক সুবাস রায়ের কাব্যগ্রন্থ অসীম সীমানায়ের আনুষ্ঠানিক পাঠ ও মোরক উম্মোচন অনুষ্ঠিত হয়। rangpurbd_ranpur book fair
বৃহস্পতিবার সন্ধ্যার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিরেদেখা সম্পাদক ও আইডিয়া প্রকাশন প্রকাশক মাসুদ রানা সাকিল। অধ্যক্ষ এএসএম মনওয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু রাফা মোহাম্মদ আরিফ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রিশিন পরিমল চন্দ্র বর্মণ, সাবেক বাংলা বিভাগীয় প্রধান, লেখক ও গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, অধ্যাপক ড. শরিফা সারোয়া ডিনা, রবীন্দ্র গবেষক ড. শাশ্বত ভট্টাচার্য, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ রবিউল ইসলাম রবি, ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক, উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগীয় প্রধান আবু শাহাদত রুবেল, কবি অধ্যাপক সুবাস রায়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাদল রহমান, আনোয়ারুল ইসলাম রাজু, এমাদউদ্দীন আহমেদ, নুর মোহাম্মদ সরকার, বাসার ইবনে জহুর, হেলেন আরা সিডনী, নূর-ই-হাসিন দিশা, আদিল ফকির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রেজিনা সাফরিন। এদিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বই মেলায় বুধবার আইডিয়া প্রকাশন’র আয়োজনে খন্দকার মোহাম্মদ নূরুল আমীন রচিত শেষ বিকেলের ফুল গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সবার মূল বক্তব্য ছিল পাঠকদের নিয়ে। তারা পাঠক বৃন্দুকে বই পড়তে ও লিখতে উৎসাহ প্রদন করেন।

No comments

Theme images by Xaviarnau. Powered by Blogger.